‘আল্লাহু-আকবার’ স্লোগানেই বাংলাদেশ চলবে: এ এম এম বাহাউদ্দীন

প্রকাশিতঃ 7:31 pm | January 19, 2025

মো: শামসুল আলম খান, কালের আলো:

বাংলাদেশের মুসলমানের একটি স্লোগানই থাকবে সেটি হলো ‘আল্লাহু- আকবার’। ৯২ ভাগ মুসলমানের এই দেশে একেবারে কিয়ামত পর্যন্ত এ স্লোগনকে বুকে ধারণ করতে হবে এবং এ এক স্লোগানেই বাংলাদেশ চলবে। যারা এ স্লোগান ধারণ করতে পারবেন না, তারা ক্ষমতায় আসতে পারবেন না। গতকাল ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল দরবার শরীফ প্রাঙ্গনে বড় দোয়া অনুষ্ঠানের পূর্বে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এদেশের আলেম-ওলামার হাতে অপরিসীম ক্ষমতা আল্লাহ তা’আলা অর্পণ করেছেন এবং তাঁরা ইসলামের খেদমতে নিজেদের স্বার্থ পরিত্যাগ করে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। মুসলমানের দেশে সেক্যুলারিজমের ঝাণ্ডা নিয়ে অনেক রাজনৈতিক দল ইতঃপূর্বে বিলীন হয়ে গেছে এবং ভবিষ্যতেও যারা এ ধারায় অগ্রসর হবেন তাদের পরিণতিও একই হবে।

এ এম এম বাহাউদ্দীন বলেন, বড় বড় প্রকৃত ইসলামের দরবারগুলো বাংলাদেশে স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং ইন শা আল্লাহ্ কেয়ামত পর্যন্ত দাঁড়িয়েই থাকবে। সাধারণ জনমানুষের পালস বুঝতে না পারলে নিকট অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচার যেভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক তেমনি রাজনৈতিক দলগুলো নিশ্চিতভাবে পতনের দিকেই এগোতে থাকবে।

আলেম সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে জনগণের আবেগকে মূল্য দিয়ে ইসলামের নীতি অনুসরণ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হোন।

দৈনিক ইনকিলাব সম্পাদক এ সময় মরহুম পীর সাহেব মাওলানা জাহিদ উল হক ও বর্তমান গদ্দিনশিন পীর সাহেবসহ সকল সাহেবজাদাদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। তিনি তার বক্তব্যে বলেন, মরহুম পীর সাহেবের জনকল্যাণমূলক উদ্যোগের কারণে আজ এ দরবার আল্লাহ তা’আলার বিশেষ রহমতে উচ্চ মোকামে পৌঁছেছে, গদ্দিনশিন পীর সাহেবসহ সাহেবজাদা ১০ ভাই যোগ্য আলেম এ দরবারে লাখো মানুষের আমল- আখলাকের হেফাজত ও প্রকৃত দ্বীনি শিক্ষার ব্যবস্থা করে যাচ্ছেন। এর চেয়ে বড় দেশপ্রেমের উদাহরণ আর কী হতে পারে। ঘটনাক্রমে সাহেবজাদা সবাই আমার স্নেহধন্য ছাত্র ছিলেন।

লাখো দ্বীনদার মুসলমানের উপস্থিতিতে দরবার শরীফের ৮৯তম ‘বড় দোয়া’ পরিচালনা করেন দরবার শরীফের গদ্দিনশিন পীর আলহাজ মাওলানা আসাদুজ্জামান সিদ্দীকি। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং ভবিষ্যতে এ দেশের উপরে কোনো শকুনের করাল গ্রাস যেন না পড়ে তার জন্য আল্লাহর কাছে বিশেষ আকুতি জানানো হয়। এ সময় লাখো মানুষের উপস্থিতিতে মোনাজাতে এক আবেগঘন পরিস্থিতি ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়। ‘বড় দোয়া’ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম, দৈনিক ইনকিলাব-এর হেড অফ আইটি সৈয়দ এ রহমান, জেলার পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, হাতেম খান ও নাসির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।

কালের আলো/এমডিএইচ