চীনে শীর্ষ ১০০ স্টোর পুরস্কার পেল মিনিসো বাংলাদেশ
প্রকাশিতঃ 9:21 am | January 20, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চীনে অনুষ্ঠিত বার্ষিক গ্লোবাল ইভেন্টে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে মিনিসো বাংলাদেশ। এই ইভেন্টে মিনিসো বাংলাদেশের গুলশানের ২টি স্টোর বিশ্বব্যাপী সাড়ে সাত হাজারের বেশি স্টোরের মধ্যে শীর্ষ ১০০ স্টোরের একটি হিসেবে পুরস্কৃত হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিনিসো বাংলাদেশ তার দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে স্টোর, কর্পোরেট ও ওয়্যারহাউস জুড়ে সেরা সাংস্কৃতিক চর্চার জন্য।
পুরস্কারগুলো মিনিসোর ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট হুয়াংয়ের কাছ থেকে গ্রহণ করেন মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাঈদ চৌধুরী।
তিনি বলেন, আমি গর্বিত যে আমার দেশের পতাকা ও পরিচয় এমন একটি বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করতে পেরেছি। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি এবং জয়ী হচ্ছি। এটাই বড় পুরস্কার এবং অনুপ্রেরণা। ১১০টির বেশি দেশের মধ্যে আমরা প্রমাণ করছি এবং গর্বের সঙ্গে আমাদের দেশের পতাকা বহন করছি। এটি বিশ্বব্যাপী আমাদের দেশের জন্য প্রশংসার বিষয়। অনেক দেশ ও মানুষ যারা আগে বাংলাদেশ সম্পর্কে জানতো না, তারা এখন আমাদের সম্পর্কে জানছে।
মূলত, মিনিসো, একটি লাইফস্টাইল ব্র্যান্ড, ১৬০০ এরও বেশি দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্র্যান্ড উচ্চমানসম্পন্ন পণ্য ও আধুনিক নান্দনিকতার মিশ্রণে সব বয়সের ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম। বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে মিনিসো তার সুপরিকল্পিত পণ্য সংগ্রহ, অফিসিয়াল আইপি সিরিজ এবং অসাধারণ কেনাকাটার অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের মন জয় করেছে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও সিলেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্টোর নিয়ে মিনিসো বাংলাদেশ মানসম্মত পণ্য ও সুখকর কেনাকাটার অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠেছে।
কালের আলো/এমডিএইচ