প্রাথমিকের শিক্ষক বদলির কার্যক্রম শুরু আজ

প্রকাশিতঃ 9:38 am | January 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২০ জানুয়ারি)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য  অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) থেকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্ত: উপজেলা/থানা (একই উপজেলা/থানার ভিতর) অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হলেও এবার তার কিছু দিন পিছিয়ে যায়।

বদলি কার্যক্রম চলবে মার্চ পর্যন্ত।

কালের আলো/এমডিএইচ