ডিআইএ’র নতুন যুগ্ম পরিচালক খন্দকার মাহফুজুল

প্রকাশিতঃ 11:43 am | January 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন যুগ্ম পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম। তিনি জয়পুরহাট সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকেএই পদে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক মো. আবুয়াল কায়সারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর ডিআইএর তৎকালীন যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র সরকারকে বদলি করে মো. আবুয়াল কায়সারকে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়। যুগ্ম পরিচালক পদে পদায়ন পাওয়ার পরেই ডিআইএর পরিচালক অধ্যাপক কাইয়ুম শিশিরের সাথে বিতর্কে জড়ান তিনি। একক ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন তদবির করে পরিচালককে বদলি করান মো. আবুয়াল কায়সার। নানা বিতর্কিত কর্মকাণ্ড করে নিজের পদ ধরে রাখতে পারলেন না তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাকে আগামী ২২ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। আবশ্যিকভাবে তারা পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

কালের আলো/এএএন/কেএ