সাইফের শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানালেন বোন সোহা
প্রকাশিতঃ 12:51 pm | January 20, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
বান্দ্রায় নিজ বাড়িতে গভীরে রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সাইফ। অভিনেতার শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানালেন তার বোন অভিনেত্রী সোহা আলী খান।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে ভাইয়া (সাইফ আলী খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনো বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।
এদিকে গেল ১৯ জানুয়ারি দুই ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কারিনা কাপুর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করান অভিনেত্রী। ক্যামেরার সামনে বরাবর উৎফুল্ল থাকলেও এদিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় মন খারাপ ছিল দুই ভাইয়ের। পরে কারিনার বোন কারিশমা এসে তৈমুর-জাহাঙ্গীরকে নিজের বাড়িতে নিয়ে যান।
গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।
পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।
কালের আলো/এসএকে