প্রীতম-এলিটাকে নিয়ে জয়ার নতুন মিশন

প্রকাশিতঃ 8:23 pm | January 20, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

সংগীত ভুবনের বর্তমান সময়ের অন্যতম প্রিয় দুই মুখ প্রীতম হাসান ও এলিটা করিম। বিভিন্ন সময়েই তাদের একসঙ্গে দেখা যায়। তবে এবার তাদের দেখা যাওয়াটা একটু ভিন্ন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জয়া আহসানও। যে কারণে সেটি নতুন ভাবনার খোরাক যোগাচ্ছে।

সোমবার (২০ জানুয়ারি) একটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ক্যাপশনে তিনি লিখেছেন, খুবই রোমাঞ্চ অনুভব করব প্রীতম ও এলিটার সঙ্গে কাজ করতে। আশা করি খুব দ্রুতই চমকপ্রদ একটি সিনেমা আপনাদের সাথে শেয়ার করতে পারব, যেটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

সেই একই ছবি রোববার (১৯ জানিয়ারি) শেয়ার করেছিলেন প্রীতম। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন গান। সামনের কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।

এদিকে প্রীতম ও জয়ার পোস্ট দেখে সবাই নড়েচড়ে বসেছে। কী ঘটতে যাচ্ছে, তা জানতে সবাই উদগ্রীব।

এ বিষয়ে প্রীতম গণমাধ্যমে বলেন, জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।

কালের আলো/এসএকে