‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রকাশিতঃ 10:04 am | January 21, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর পতৌদির বান্দ্রার বাংলো সৎগুরু শরণের উপর পাপারাজ্জিদের নজরদারি আরও বেড়েছে। এদিকে শুধু সাইফ-কারিনা নন, তাদের দুই সন্তান জেহ, তৈমুরারও বরাবরই ফটোশিকারিদের প্রিয়। সাইফের হামলার পর তা আরও বেড়েছে।
সাইফ যখন হাসপাতালে, দুই সন্তানকে আগলে ও শান্ত রাখার জন্য কারিনা খেলনা অর্ডার করেছিলেন। আর যখন খেলনা ডেলিভারি বয়ের থেকে নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যা দেখে মেজাজ হারান কারিনা।
কারিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এখন এসব বন্ধ করুন। আপনাদের মন বলতে কি কিছুই নেই? দয়া করে আমাদের একা থাকতে দিন একটু।’
নিজের বাড়িতে সাইফের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। জানা গেছে, ওই হামলাকারী জেহ, তৈমুরের ঘরে লুকিয়েছিলেন। দুই সন্তানকে বাঁচাতে গিয়েই দুষ্কৃতির ছুরিকাঘাতে জখম হন সাইফ।
প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তবে উদ্বেগের কিছু নেই। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি আইসিইউ থেকে তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
কালের আলো/এমডিএইচ