মেক্সিকো-কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প

প্রকাশিতঃ 11:13 am | January 21, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ক্ষমতায় এসে প্রথমদিনই চড়া শুল্ক আরোপ করলেন না ডোনাল্ড ট্রাম্প। তবে পহেলা ফেব্রুয়ারিতে কানাডা ও মেক্সিকোর ওপর আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার করা বিবেচনা করছেন বলে জানিয়েছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডা ও মেক্সিকোর শুল্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই দুদেশ থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ‘অসংখ্য মানুষ’ ও ফেন্টানিল প্রবেশ করতে দেওয়ার অভিযোগ রয়েছে। তাই, তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে।

মার্কিন ভূখণ্ডে আমদানিকৃত সব পণ্যের ওপরই শুল্ক আরোপ করা হবে কিনা, হোয়াইট হাউজে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, সেটা করা হতে পারে। তবে আমরা এখনও প্রস্তুত নই।

ক্ষমতায় এসে প্রতিবেশীদের ওপর শুল্কের বোঝা না চাপালেও মার্কিন বাণিজ্য ঘাটতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অসমতার অভিযোগ, আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য ফেডারেল এজেন্সিকে নির্দেশ দিয়েছেন তিনি।

বাণিজ্য ঘাটতির কারণে সৃষ্ট অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাঝুঁকি তদন্ত করে দেখার জন্য বাণিজ্য প্রতিনিধি, বাণিজ্য ও অর্থমন্ত্রণালয়কে প্রেসিডেনশিয়াল মেমোর মাধ্যমে আদেশ দিয়েছেন তিনি। আর এসব সমস্যা নিরসনে বিকল্প কোনও বৈশ্বিক শুল্ক বা অন্য কোনও নীতিনির্ধারণে পরামর্শ চাওয়া হয় তাদের কাছে।

ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক বা জ্বালানি রফতানি বৃদ্ধি করার কথা ভাবছেন তিনি।

অভিষেকের প্রথম দিন আলোচনার বড় একটা অংশ জুড়েই ছিল শুল্ক ইস্যু। ট্রাম্পের দাবি, তার প্রশাসন মার্কিন শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারে নিরলস কাজ করে যাবে। সে জন্য রাষ্ট্রীয় কোষাগারে প্রয়োজন প্রচুর অর্থ, যা এসব শুল্ক থেকে আসবে।

কালের আলো/এমডিএইচ