আ. লীগের নিয়োগ দেওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ

প্রকাশিতঃ 5:10 pm | January 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে করে সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

কালের আলো/এএএন/কেএ