রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০০৪ মামলা

প্রকাশিতঃ 5:13 pm | January 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার চারজনকে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ এসব মামলা করে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মামলা ছাড়াও এদিন অভিযানকালে ৭১টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।

কালের আলো/এএএন/কেএ