বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মিলাচ্ছি না : খাদ্য উপদেষ্টা

প্রকাশিতঃ 7:18 pm | January 21, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

সরকারি পর্যায়ে আট লাখ মেট্রিক টন চাল আমদানি হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান খাদ্য উপদেষ্টা।

এর আগে খাদ্য উপদেষ্টা নগরীর পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন করেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ভারত, মিয়ানমার, পাকিস্তান এসব জায়গা থেকে চাল আসবে। ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে।

ভারত থেকে চাল আমদানির বিষয়ে জানতে চাইলে আলী ইমাম মজুমদার বলেন, বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম ও সস্তা দামে পাওয়া যায়, সেজন্য সেখান থেকে পণ্য আসাটা অব্যাহত আছে। আমরাও সেটাকে ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার আমাদের কাছে আরও চাল বিক্রি করতে চাচ্ছে। আমরা তাদের সঙ্গে এক লাখ টনের চুক্তি করেছি। তারা আরও বিক্রি করতে চাচ্ছে। আমরা তাদের দেশের অভ্যন্তরীণ এবং সরবরাহের অবস্থা দেখে এরপর বিবেচনা করব।

তিনি বলেন, এছাড়া আরও উৎসের সন্ধান আমরা করছি। পাকিস্তান থেকে আমরা ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি।

চালের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা বলেন, দাম বাড়ানো বন্ধ হয়েছে। মোটা চাল যেটা আছে সেটার দাম তিন থেকে পাঁচ টাকা কমেছে। আমরা আরও আনতে থাকব। সেটা বাড়ার আর সুযোগ থাকবে না। বরং কমবে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি শুরু হয়েছে এ মাস থেকে। রমজান মাসেও এটা থাকবে। সারাদেশে ৫০ লাখ লোকের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে।। দরিদ্র শ্রেণির ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবে ১৫ টাকা করে।

খাদ্য নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমরা অভ্যন্তরীণ উৎপাদনের দিক দিয়ে বেশি নজর দিচ্ছি। বিদেশ থেকে না এনে থাকতে পারলে আমরা সবচেয়ে বেশি খুশি হব।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেক ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন/কেএ