স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন’

প্রকাশিতঃ 4:17 pm | January 22, 2025

বরিশাল প্রতিবেদক, কালের আলো:

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোটের ঘোষণা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’

জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

ইসি মাছউদ বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সে জায়গা থেকে উত্তোরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষেই এগিয়ে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন বলে জানান ইসি মাছউদ। বলেন, ভোটার তালিকা হালনাগাদে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। তাই এবিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার।

ভুয়া ভোটার থাকলে প্রমাণসাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য দিয়ে সহায়তায় আহ্বান জানান ইসি মাছউদ।

কালের আলো/এএএন/কেএ