রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মেয়াদ বাড়ল ৬ মাস

প্রকাশিতঃ 5:12 pm | January 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মেয়াদ বাড়লো রাজউক এর নিজ অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকাস্থ উত্তরা ১৮ নং সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের (উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প)। তবে মেয়াদ বাড়লেও প্রকল্প ব্যয় বাড়ছে না।

সূত্র জানায়, ছয়টি শর্তে প্রকল্পের মেয়াদকাল ৬ মাস বাড়ানো হচ্ছে। এতে প্রকল্পটির মেয়াদকাল দাঁড়াচ্ছে ২০১১ সালের নভেম্বর থেকে জুন ২০২৫ সালের জুন পর্যন্ত। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

শর্তগুলো হচ্ছে- (ক) প্রস্তাবিত বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসরণ করে শেষ করতে হবে এবং প্রকল্প সমাপ্তির তিন মাসের মধ্যে প্রকল্পের পিসিআর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইএমইডিতে পাঠাতে হবে।

(খ) এমটিবিএফ মন্ত্রণালয় হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নির্দিষ্ট সময়ে প্রকল্পটি শেষ করার জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য উদ্যোগ নিতে হবে এবং বরাদ্দ অনুসারে এ প্রকল্পের আওতায় অর্থছাড় ও ব্যয় নিশ্চিত করতে হবে। কোন অঙ্গের ব্যয় যেন প্রকল্প দলিলে নির্ধারিত প্রাক্কলনের চেয়ে বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

(গ) প্রস্তাবিত কাজগুলোর বাস্তবায়ন অগ্রগতি পিএসসি, পিআইসি ও এডিপি রিভিউ সভায় পর্যালোচনা করতে হবে।

(ঘ) প্রকল্পের আওতায় ২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এক্সটারনাল ও ইন্টারনাল অডিট কার্যক্রম শেষ হয়েছে। সম্পাদিত অডিটে ৬১টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে। উত্থাপিত আপত্তিগুলোর মধ্যে ১৬টি আপত্তি নিষ্পত্তি হয়েছে এবং অবশিষ্ট ৪৫টি আপত্তি নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্রটশিট জবাব পাঠানো হয়েছে। এ অবস্থায় উত্থাপিত আপত্তিগুলো নিষ্পত্তির জন্য অডিট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে এবং আপত্তিগুলো শেষ হলে আইএমইডি-কে অবহিত করতে হবে।

(ঙ) প্রকল্পের আওতায় ক্রয় করা অফিস ফার্নিচার, আসবাবপত্রসহ অন্যান্য মালামালের গায়ে প্রকল্পের নামখচিত স্টিকার দিতে হবে।

(চ) উপর্যুক্ত সুপারিশমালার বাস্তবায়ন অগ্রগতি আগামী ৩০ জানুয়ারির মধ্যে আইএমইডিকে অবহিত করতে হবে।

কালের আলো/এমডিএইচ