বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ, মহেশপুর সীমান্ত এলাকা পরিদর্শন
প্রকাশিতঃ 2:24 pm | January 24, 2025
ঝিনাইদহ প্রতিবেদক, কালের আলো:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারত) কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা সীমান্তের জিরো লাইনে পায়ে হেঁটে সীমান্ত পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে চ্যাংখালী নামকস্থানে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম (পিএসসি), সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (বিজিবিএম) ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে, প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকার ৬৪নং মেইন পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চ্যাংখালী নামকস্থানে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও মজবুত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য সীমান্ত-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও জানা যায়, বৈঠকের সময় বিজিবি এবং বিএসএফ সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য প্রদর্শন করেন এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়েও একমত হন। এ ধরনের সৌজন্যমূলক সাক্ষাৎ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সীমান্তবর্তী জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।
আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪টি সীমান্ত পিলারের জিরো লাইন ধরে ৩ কিলোমিটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।
কালের আলো/এমডিএইচ