গণপরিবহন সংকটে অফিসগামীদের ভোগান্তি
প্রকাশিতঃ 9:09 am | February 02, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে গণপরিবহন সংকটে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বিশেষত টঙ্গী থেকে উত্তরামুখী সড়কে ভোগান্তি বেশি দেখা গেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে উত্তরার জসীমউদ্দিন মোড়ে দেখা যায়, গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন অনেক অফিসগামী যাত্রী। গাজীপুর বা টঙ্গী থেকে যানচলাচল বন্ধ থাকায় দেখা মিলছে না কোনো বাসের। দু-একটি বাস এলেও ভিড়ের কারণে সেগুলোতে ওঠার উপায় নেই। এমন অবস্থায় অফিসগামীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আরেফিন হক। তিনি বলেন, সকাল সাড়ে আটটায় অফিস, ইতোমধ্যে ৮টা বেজে গেছে, অথচ কোনো বাস নেই। কিভাবে অফিসে যাবো বুঝতে পারছি না।
আরেক যাত্রী সালমান মাহমুদ বলেন, আমার অফিস বনানীতে। আধঘণ্টা যাবত বাসের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু বাস পাচ্ছি না। যদি একটা বাসও আসে তাতে ওঠার মতো অবস্থা নেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সিনথিয়া বলেন, অনেকক্ষণ ধরেই বাসে জন্য দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না। আমাদের কথা চিন্তা করে অন্তত অল্প করে হলেও গণপরিবহন চালু রাখা উচিৎ ছিল।
এদিকে বাসের বিকল্প হিসেবে কেউ ভাড়া বাইকে চড়ে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে।
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার (২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষ্যে ভোরের আলো ফুটতে না ফুটতেই মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে।
কালের আলো/এমডিএইচ