শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রকাশিতঃ 9:14 am | February 02, 2025

কুড়িগ্রাম প্রতিবেদক, কালের আলো:

শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাত হতেই নেমে আসছে ঘন কুয়াশা। এতে কষ্টে ভুগছেন জেলার ১৬ নদ-নদী বেষ্টিত সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

রোববার (২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম জেলা শহরের ব্যাটারিচালিত অটোরিকশা চালক আব্দুর জলিল (৬০) বলেন, দিনের বেলা ঠাণ্ডা একটু কম থাকলেও সন্ধ্যার আগেই আসে কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা। হাত-পায়ে ঠাণ্ডা লাগে। রাতে গাড়ি চালানো যায় না।

উলিপুর উপজেলার  হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকায় চর বাগুয়া বাসিন্দা দিনমজুর নুর মোহাম্মদ (৫০) বলেন, শীত শুরু হয়েছে কিন্তু গরম কাপড় কিনতে পারি নাই। বউ-বাচ্চা নিয়ে কষ্টে রাত পার করছি। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো কম্বল পাই নাই।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কালের আলো/এমডিএইচ