আরও ৯০ থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি

প্রকাশিতঃ 9:39 am | February 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের আরও ৯০টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

গত ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এসব কমিটির মধ্যে তিনটি ঢাকার চার থানায়। বাকি ৮৬টি ঢাকার বাইরের থানা ও উপজেলায়।

এ নিয়ে এখন পর্যন্ত দেশের ২৫৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। সর্বশেষ ঘোষিত এসব কমিটির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ৪ হাজার ১৮৭ জন। ঢাকার বাইরে ৩০ হাজার ২৮৪ জন।

সর্বশেষ যেসব কমিটি

গত ২৩ জানুয়ারি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় ৫৫ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। একই দিন ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় ১৬২, হবিগঞ্জ সদর উপজেলায় ৫২, মাধবপুর উপজেলায় ১৪৫, মাদারীপুর সদর থানায় ৬১৪ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

২৫ জানুয়ারি নরসিংদীর মনোহরদী থানায় ৬৪, সাতক্ষীরার তালা উপজেলায় ৮০, রংপুরের পরশুরাম থানায় ১৪৪, ১ ফেব্রুয়ারি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় ২১১, মাদারীপুরের রাজৈর উপজেলায় ২৭৩, শরীয়তপুরের সখীপুর থানায় ১০১, বান্দরবানের আলীকদম থানায় ৭৬, নীলফামারীর ডোমার উপজেলায় ১০২, পাবনার ঈশ্বরদী উপজেলায় ৬১, মাদারীপুরের শিবচর উপজেলায় ৩০১, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৯২, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৪০, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২০ ও যশোর সদর থানায় ৪৮১ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

২৮ জানুয়ারি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় ৪৮, নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৭১, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ২৬৯, চট্টগ্রামের হাটহাজারী থানায় ১৪৩, রংপুরের পীরগাছা উপজেলায় ৩৩৩, কাউনিয়া উপজেলায় ৫০১, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৯৭, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০৯ সদস্যের প্রতিনিধি কমিটি করা হয়েছে।

২৯ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬৫, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৪৪, ফরিদপুরের সদরপুর উপজেলায় ৭৫, ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৫৪ ও নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৭৬ সদস্যের প্রতিনিধি কমিটি করা হয়েছে।

৩০ জানুয়ারি নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩৯৫, মেহেরপুরের গাংনী উপজেলায় ২১০, লালমনিরহাটের আদিতমারী থানায় ১০১, গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৯৫, পলাশবাড়ী উপজেলায় ১৫৭, পাবনা সদর থানায় ১৩৫, রাজবাড়ী সদর উপজেলায় ৬১, কালুখালী উপজেলায় ৭০, ৩১ জানুয়ারি পঞ্চগড় সদর উপজেলায় ১৩২ সদস্যের প্রতিনিধি কমিটি করা হয়েছে।

১ ফেব্রুয়ারি লালমনিরহাটের পাটগ্রাম থানায় ৫৬, গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৯৩, নাটোরের সিংড়া উপজেলায় ৮৯, লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ৬১, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১০০, পাবনার আটঘড়িয়া উপজেলায় ৬৭, রংপুরের হারাগাছ থানায় ১৮৭ ও কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৪৭ সদস্যের কমিটি গঠন করেছে তারা।

এর আগে গত ২২ জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলায় ৭৬, ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ১৩৫, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ১১৩, সাতক্ষীরা সদর উপজেলায় ১৪৫, শেরপুরের নকলা উপজেলায় ৪০, শ্রীবরদী উপজেলায় ৩৯, নালিতাবাড়ী উপজেলায় ৫১ ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২০৩ সদস্যের কমিটি করা হয়েছে।

২০ জানুয়ারি বাগেরহাটের কচুয়া উপজেলায় ৬১, নরসিংদীর শিবপুর থানায় ৯৪, রাজশাহীর রাজপাড়া থানায় ৮২, ১৯ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানায় ৮৫, আনোয়ারা থানায় ১৪৭, বাঁশখালী উপজেলায় ৩০৪, ১৮ জানুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় ১১৩, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১৪৩, চট্টগ্রামের ফটিকছড়ি থানায় ৫৪, ঢাকা মহানগরের শাহ আলী থানায় ৬৩, মাদারীপুরের শিবচর উপজেলায় ২১৩ সদস্যের কমিটি করা হয়েছে।

১৭ জানুয়ারি বাগেরহাটের সদর উপজেলায় ১৫৪, রামপাল উপজেলায় ৯১, মোল্লাহাট উপজেলায় ৪৯, চিতলমারী উপজেলায় ৭৬, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১৭৮, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ১১৭ এবং ১৫ জানুয়ারি গাজীপুর সদর থানায় ৪৪৭ সদস্যের কমিটি করা হয়।

তারও আগে ১৩ জানুয়ারি টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৩৫, সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় ১১০, ফেনীর দাগনভূঞা উপজেলায় ১২৩, ঢাকা মহানগরের হাজারীবাগ থানায় ৯৮, সূত্রাপুর থানায় ৫১, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৩০ ও কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৩০০ সদস্যের কমিটি করা হয়।

১২ জানুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৮৯, কক্সবাজারের রামু থানায় ১০৫, জামালপুরের মাদারগঞ্জ থানায় ১৩৪ ও রংপুরের তাজহাট থানায় ২১০ সদস্যের এবং ১১ জানুয়ারি নরসিংদীর মাধবদী থানায় ৭৭, সুনামগঞ্জ সদর উপজেলায় ১২৯, পঞ্চগড়ের বোদা উপজেলায় ১৮১ ও গাইবান্ধা সদর উপজেলায় ১২০ সদস্যের কমিটি করা হয়।

আগে ঘোষিত কয়েকটি কমিটিতেও নতুন সদস্য যুক্ত করা হয়েছে। গত ২৬ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা কমিটি বর্ধিত করে আরও ৬৭ জন যুক্ত করা হয়। ২৭ জানুয়ারি নীলফামারীর ডিমলা উপজেলায় কমিটি বর্ধিত করে আরও ১১৪ জনকে যুক্ত করা হয়। ২৮ জানুয়ারি কুমিল্লা সদর থানার প্রতিনিধি কমিটিতে আরও ২৯৬ জনকে যুক্ত করা হয়। ২৯ জানুয়ারি মাদারীপুরের রাজৈর উপজেলার কমিটিতে আরও ৪৪ জনকে যুক্ত করা হয়। ৩১ জানুয়ারি কুড়িগ্রাম সদর উপজেলার কমিটিতে আরও ৮১ জনকে যুক্ত করা হয়েছে।

কালের আলো/এসএকে