প্যালেসে হেরে আরেক ধাপ নিচে নামলো ম্যানইউ

প্রকাশিতঃ 9:55 am | February 03, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ওল্ড ট্র্যাফোর্ড যেন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য দুর্ভাগ্যের প্রতীক হয়ে উঠেছে। চলতি মৌসুমে নিজেদের মাঠে একের পর এক হোঁচট খাচ্ছে রেড ডেভিলসরা। রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে তারা।

টানা চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ইউনাইটেড। কিন্তু ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ক্রিস্টাল প্যালেস। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করে স্বাগতিকদের রক্ষণে চাপ তৈরি করে সফরকারীরা।

অবশেষে ৬৪ মিনিটে প্যালেসের গোলের খাতা খুলেন জ্য ফিলিপ্পে মাতেতা। তার প্রথম শট ক্রসবারে লেগে ফিরলেও ফিরতি বলেই লক্ষ্যভেদ করেন তিনি। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড, কিন্তু সফল হতে পারেনি। উল্টো ৮৯ মিনিটে আবারও গোল হজম করে রুবেন আমোরিমের দল। নিজের দ্বিতীয় গোলটি করেন মাতেতা, নিশ্চিত করেন প্যালেসের দাপুটে জয়।

এই হারে ২৪ ম্যাচে ১১তম পরাজয় দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে তারা নেমে গেছে ১৩তম স্থানে, আর প্যালেস উঠে এসেছে ১২ নম্বরে।

কালের আলো/এসএকে