সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার সুপারিশ
প্রকাশিতঃ 11:08 am | February 03, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত ‘অর্থনৈতিক সংস্কারবিষয়ক টাস্কফোর্স’। কার্যকর হলে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, তারও প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কারবিষয়ক টাস্কফোর্স প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সংগত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্য করণ’ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।
প্রতিবেদনের তথ্যমতে, সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে। পরীক্ষার প্রণালি তৈরি হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এসএটি ও জিআরই ওপর ভিত্তি করে।
এতে আরও বলা হয়, দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত।
টাস্কফোর্স গুরুত্ব দিয়ে বলেছে, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা অপরিহার্য। এজন্য শিক্ষা ব্যবস্থা, তার মান, অবকাঠামো ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার।
কালের আলো/এএএন/কেএ