কক্সবাজার সৈকত ভ্রমণ করা হলো না বৃদ্ধ আনোয়ারের
প্রকাশিতঃ 11:52 am | February 03, 2025
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিবেদক, কালের আলো:
বাষট্টি বছর বয়সী বৃদ্ধ আনোয়ার হোসেন পরিবারের ৬ সদস্যসহ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু সেই সৈকত ভ্রমণ করা হলো না তার। সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার নামক স্থানে ঢাকামুখি লেনে ডাম্প ট্রাকের পিছনে হায়েস মাইক্রোবাসের ধাক্কায় এই দুর্ঘটনায় প্রাণ হারায় আনোয়ার। আহত হন তার পরিবারের অপর ৬ সদস্য।
নিহত আনোয়ার হোসেনের নিজ বাড়ি নারায়নগঞ্জ হলেও পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম কালাই মিয়া।
জানা যায়, রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন বৃদ্ধ আনোয়ার হোসেন। সোমবার সকালে তাদের বহণকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার সম্মূখীন। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটির সামনে অংশ। সেটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মিরা। গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার বলেন, নিহতের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কালের আলো/এসএকে