আসিফ মাহমুদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশিতঃ 2:45 pm | February 03, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ফ্রান্সের সহায়তায় চলমান প্রকল্প নিয়ে তারা আলোচনা করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার ফ্রান্স দূতাবাস জানায়, বৈঠকে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি-এফডির সহায়তায় ঢাকা, চট্টগ্রাম এবং সেকেন্ডারি শহরগুলিতে পানি ও স্যানিটেশনের উন্নতিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
বৈঠকের রাষ্ট্রদূত মাসদুপুই এএফডি ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো স্থানীয় সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন যে অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের জনগণের উপকারে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
ঢাকার ফ্রান্স দূতাবাস জানায়, এএফডির নগর উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে নারায়ণগঞ্জ গন্ধর্বপুর পানি শোধনাগার একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ।
এ প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক দ্বারা সহ-অর্থায়ন করা হয়েছে। ১৭৭ মিলিয়ন ইউরো বিনিয়োগে এই প্রকল্পের লক্ষ্য হলো ভূগর্ভস্থ পানির উৎসের বদলে মেঘনা নদীর পানি থেকে ঢাকার ৪৩ লাখ মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করা।
এছাড়া এএফডি এবং টিম ইউরোপ (জার্মান কেএফডব্লিউ, ড্যানিশ ড্যানিডা এবং ইআইবি) ঢাকার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় পর্যায়ের প্রকল্পে সহায়তা করছে, যা প্রায় ২৫ লাখ বাসিন্দার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করবে।
এদিকে চট্টগ্রাম শহরে স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নে এএফডি ১৭৫ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
কালের আলো/এমডিএইচ