কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা নিয়ে উত্তাল ভারতের সংসদ

প্রকাশিতঃ 7:21 am | February 04, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে সোমবার উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদের লোকসভা ও রাজ্যসভা। সোমবার সংসদের দুই কক্ষেই বিরোধীরা মহাকুম্ভে মৃত্যুকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন।

তারা দাবি জানান, পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে, কতজনইবা নিখোঁজ আছেন– এর প্রকৃত সংখ্যা জানাতে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা উভয় কক্ষে কুম্ভ বিপর্যয় নিয়ে সরকারকে জবাবদিহির জন্য চাপ দেন।

বিরোধীদের অভিযোগ, ঘটনার পর পাঁচ দিন কেটে গেছে, আজ পর্যন্ত উত্তর প্রদেশ সরকার কতজনের মৃত্যু হয়েছে, কতজনই বা নিখোঁজ, সেই তালিকা প্রকাশ করেনি।

সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়েছে বলা হলেও তাদের নামধাম প্রকাশ করেনি। বিরোধীদের দাবি, এ ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। খবর- এনডিটিভি।

কালের আলো/এসএকে