জোড়া গোলে ‘৭০০’ জয়ের মাইলফলকে রোনালদো
প্রকাশিতঃ 5:18 pm | February 04, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
৩৯ পেরিয়ে দুদিন পর ৪০ বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের এই ছাপ পড়েনি তার ক্যারিয়ারে।
একের পর এক রেকর্ড গড়া এই তারকা এবার অর্জন করলেন বড় কিছু। ক্লাব ক্যারিয়ারে তিনি জিতেছেন ৭০০তম ম্যাচ।
এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের (এসিএল) ম্যাচে গতকাল রাতে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। এতেই রেকর্ড পূর্ণ হয়ে যায় পর্তুগিজ তারকার। এই জয়ে অবদা রাখেন তিনি। করেন জোড়া গোল। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পান তিনি। ৭৮তম মিনিটে করেন দ্বিতীয় গোল।
পর্তুগিজ এই তারকার পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। স্পোর্তিং লিসবনের হয়ে তিনি জিতেছেন ১৩টি ম্যাচ। পরের পর ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক হয় এই তারকার। দলটির হয়ে ২১৪টি জয় পান তিনি। পরের যাত্রায় তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ছুটেন অপ্রতিরোধ্য হয়ে। ৩১৫টি জয় পান এই ক্লাবের হয়ে।
রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। সেখানে জেতেন ৯২টি ম্যাচ। এরপর ফের ম্যানচেস্টার ইউনাইটেডে যান তিনি। ইউরোপের পাঠ চুকিয়ে পরে তিনি যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে। ৬৬টি জয়ে তিন পূর্ণ করেছেন ৭০০ জয়ের মাইলফলক। আর কোনো ফুটবলারের নেই এই রেকর্ডটি।
কালের আলো/এএএন/কেএ