প্রকাশ্যে চিত্রনায়িকা পপির সন্তানের ছবি

প্রকাশিতঃ 5:34 pm | February 04, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অনেকদিন হলো পপির কোনো খোঁজ নেই কারও কাছে। তার সঙ্গে যোগাযোগের সকল মাধ্যমই রেখেছেন বন্ধ করে। কিন্তু লাস্যময়ী এ অভিনেত্রীকে অনুরাগীরা আজও খুঁজে বেড়ান। তার খোঁজ জানতে চান। তবে পপি কোথায় আছেন, কেমন আছেন— অনেকেরই অজানা।

এদিকে বছর খানেক আগে সংবাদ শিরোনামে আসেন পপি। জানা যায়, গোপনে বিয়ে করে সংসারধর্মে মন দিয়েছেন পপি। সে ঘরে এক পুত্র সন্তানও রয়েছে। এবার সন্তানসহ ছবিও প্রকাশ পেল পপির।

ছবিতে দেখা যায়, সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও স্বামী। পপির মা জানান, নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত। প্রথম সন্তানের বয়স প্রায় চার বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। তবে এই মুহূর্তে নায়িকা খুলনা অবস্থান করছেন।

বলে রাখা ভালো, এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান কামালের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

কালের আলো/এএএন/কেএ