৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিতঃ 1:40 pm | February 05, 2025

রাজবাড়ী প্রতিবেদক, কালের আলো:

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মঙ্গলবার রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে যাত্রী ও যানবাহনচালকদের শীতে দুর্ভোগ পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরও জানান, দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাটপ্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যে যানবাহনগুলো নদী পার হতে পারবে।

কালের আলো/এমডিএইচ