দায়িত্ব ছাড়লেন নারী ক্রিকেট দলের কোচ

প্রকাশিতঃ 4:34 pm | February 05, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ নারী দলের হেড কোচের পদ ছেড়েছেন হাসান তিলকারত্নে। হেড কোচ হিসেবে হাসান তিলকারত্নের চুক্তির মেয়াদ ছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত। নতুন করে লঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কি না তা নিয়ে চলছিল গুঞ্জন। এর মধ্যেই জানা গেল নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাসান তিলকারত্নে।

নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন লঙ্কান এই কোচ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

দুই বছরের চুক্তিতে তিলকারত্নে দিলশান নারী দলের কোচ হয়ে আসেন ২০২২ সালের অক্টোবরে। তার পর সেই চুক্তির মেয়াদ বাড়ানো হয় ক্যারিবিয়ান সফর পর্যন্ত।

ক্রিকবাজকে হাসান তিলকারত্নের পদত্যাগ নিয়ে উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরেই হাসান তিলকারত্নে আমাদের জানিয়ে দেন, আর দায়িত্ব পালন করতে চান না তিনি।’

লঙ্কান কোচের অধীনে বাংলাদেশ নারী দল দ্বিপক্ষীয় সিরিজে কিছু সাফল্য পেলেও বৈশ্বিক ইভেন্টে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। ফলে বোর্ডও তার চুক্তি বাড়াতে আর আগ্রহী ছিল না। তাই হাসান তিলকারত্নে নিজ থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যতটুকু জানা গেছে, বিসিবি এখন স্থানীয় কাউকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ সারোয়ার ইমরানের নাম শোনা যাচ্ছে।

কালের আলো/এমডিএইচ