আসছে গরমের দিনে কতটা লোডশেডিং হবে? যে খবর দিলেন জ্বালানি উপদেষ্টা
প্রকাশিতঃ 7:39 pm | February 05, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসছে গরমের দিন। চাহিদা বাড়বে বিদ্যুতের। ফলে গরমে বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে ১৮ হাজার মেগাওয়াট। এর ফলে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে রমজান মাস লোডশেডিং মুক্ত থাকবে।
আসন্ন রোজার মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্যই দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি’ শীর্ষক এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উপদেষ্টা ফাওজুল বলেন, ‘গরমে (এপ্রিল থেকে সেপ্টেম্বর) দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে রমজান মাসে চাহিদা থাকবে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। রমজান মাস লোডশেডিং মুক্ত থাকবে।’
‘যদিও গরমে লোডশেডিংমুক্ত রাখার চেষ্টা করা হবে। তবে শতভাগ হবে এমনটা বলা যাবে না। চাহিদা ও যোগানে ভারসাম্য রাখা হবে যেন কারিগরি সমস্যা ব্যতীত লোডশেডিং না হয়।’
সারাদেশে লোডশেডিং সমানুতিক হারে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সরবরাহের ঘাটতি দেখা দিলে গ্রামে প্রভাব না ফেলে সেটার বেশি প্রয়োগ হবে রাজধানীতে।’
জ্বালানি উপদেষ্টা জানান, রমজানের জন্য ১৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং গ্রীষ্মের জন্য ১৮০০০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের পরিকল্পনা রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহে অর্থ বিভাগ থেকে ইতোমধ্যেই ডলার প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়া পরিকল্পনামাফিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের ওপর জোর দিচ্ছে সরকার। এটা এলএনজি আমদানির মাধ্যমে করা হবে।
এসময় জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। গ্যাসের ক্ষেত্রে পুরোনো গ্রাহকদের ওপরে নয়, নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে দাম বাড়বে।’
কালের আলো/এএএন/কেএ