রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ: হাসনাত
প্রকাশিতঃ 8:39 pm | February 05, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন জানিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে একটি পোস্ট দেয়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা। তারই প্রেক্ষিতে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়।
সেখানে বলা হয়, ‘খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয়, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।’
এরপর আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’
এদিকে অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এক পোস্টে লেখেন, আজ জুলাই অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো। এই ঐতিহাসিক দিনে বঙ্গের কসাই হাসিনা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। কী দিনটাই না বেছে নিল! এখন আমাদের আবার জাগবার সময়। আসুন, এই ঐতিহাসিক দিনে সব ফ্যাসিবাদী উপাদান নির্মূল করি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ৩২ এর সঙ্গে সঙ্গে সমাধি সৌধটাও হিসেবে রাখবেন আর কি মাথায়! ৬ মাসে একটা, এক বছরে আরেকটা। মুখ খুললেই বুলডোজার।
কালের আলো/এসএকে