প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জে মশাল মিছিল, অংশ নেওয়া অধিকাংশই শিশু

প্রকাশিতঃ 10:02 am | February 07, 2025

গোপালগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর ধানমন্ডি ৩২ এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মশাল মিছিলে অংশ নেওয়া অধিকাংশই ছিল শিশু।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার কড়পাড়া ইউনিয়নের বলাকইড় এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নির্দেশে ও করপাড়া ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অন্তর মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মশাল জ্বালিয়ে এ মিছিল করেন। এ সময় প্রায় ১০ থেকে ১২ জন শিশুকে দেখা গেছে মশাল মিছিলে অংশ নিতে।

‘মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘জামাতিদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- সহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

মশাল মিছিলের নেতৃত্ব দেওয়া অন্তর মোল্লা বলেন, আলো হাতে আঁধারের কান্ডারি হয়ে ছাত্রলীগ সব সময় রাজপথে আলো ছড়াবে। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাঙালির স্বাধীনতার সংগ্রামের তীর্থস্থান ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি নৃশংসভাবে ভাঙার প্রতিবাদে ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, ভ্যাট বৃদ্ধি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে আমাদের এই মশাল মিছিল।

কালের আলো/এএএন/কেএ