তরুণদের রাজনৈতিক দল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে
প্রকাশিতঃ 10:07 am | February 07, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:
তারুণ্যনির্ভর রাজনৈতিক দল ঘোষণার লক্ষ্যে জোর প্রস্তুতি চালাচ্ছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণরা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। দল ঘোষণার আগে দলের প্রতি জনমানুষের প্রত্যাশা যাচাইয়ের মিশন নিয়ে মাঠে নেমেছেন তারা। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষের মতামত সংগ্রহ করবেন তরুণরা। সপ্তাহব্যাপী এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা জানান, প্রাথমিক আলোচনা অনুযায়ী প্রথমে আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ করবে তরুণদের রাজনৈতিক দল। আহ্বায়ক কমিটির শর্টলিস্টে রয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দল এবং অন্তর্বর্তী সরকার উভয় পক্ষের সুবিধা বিবেচনা করে পরবর্তী সময়ে আরও একজন উপদেষ্টা পদত্যাগ করে রাজনৈতিক দলে এসে যোগ দিতে পারেন। এ ছাড়াও নতুন রাজনৈতিক দলে একটি গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা রয়েছে একজন উপদেষ্টার ছোট ভাইয়ের। সূত্র জানায়, তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম (মাহির)। তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সেলের সদস্য।
আহ্বায়ক কমিটির শর্টলিস্টে আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ,
সদস্যসচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যাতে শক্তিশালী বিকল্প হিসেবে তরুণরা যথাযথ ভূমিকা রাখতে পারে, সেটি মাথায় রেখেই তারুণ্যনির্ভর একটি দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার বিষয়ে আশাবাদী তারা। তিনি বলেন, “সপ্তাহব্যাপী ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচির প্রাথমিক লক্ষ্য ছিল এক লক্ষ মানুষের মতামত নেওয়া। কিন্তু প্রথম দিনেই শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এক লক্ষ মানুষ তাদের মতামত জানিয়েছে। কর্মসূচির বাকি দিনগুলোতে আমরা অনলাইন ও অফলাইন মিলিয়ে পাঁচ লক্ষ মানুষের মতামত নেওয়ার নতুন টার্গেট নির্ধারণ করেছি।” ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি ফরমে ব্যক্তিগত তথ্য জানতে চাওয়ার পাশাপাশি পাঁচটি প্রশ্ন করা হয়েছে। এগুলো হলো, আপনার মতে কোন তিনটা কাজ করলে দেশ বদলে যাবে? নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান? নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন এবং দলের নাম ও প্রতীক কী হতে পারে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, এসব প্রশ্নের উত্তর জানার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের কাছে জনগণের প্রত্যাশা সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করবেন তারা। পাশাপাশি দেশের ভবিষ্যতের জন্য কোন কোন বিষয়গুলিকে অবশ্য করণীয় ও অগ্রাধিকার দিতে হবে, সেগুলো নির্ধারণ করা হবে। প্ল্যাটফরম দুটির নেতারা আরও জানান, দেশের ইতিহাসে এর আগে অন্য কোনো দল জনমত যাচাই করে রাজনৈতিক দল গঠন করেনি। সারা দেশের প্রতিনিধি কমিটির সদস্যদের এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের জন্য ভবিষ্যতের দিকনির্দেশনামূলক পরামর্শ নেওয়ার লক্ষ্যে রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদারসহ সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত নেবেন তারা।
কালের আলো/এএএন/কেএ