রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিতঃ 9:56 am | February 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউসারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে। তার বাবার নাম হায়দার আলী। তিনি মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় থেকে মশার কয়েলের ‘স্ট্যান্ড’ তৈরির কারখানায় কাজ করতেন ।

কাওসারকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী শারমিন। গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তিনি জানান, আমি এবং কাউসার একসঙ্গে একই কারখানায় কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন গণমাধ্যমকে বলেন, মাতুয়াইল মাদরাসা রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাউসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।

কালের আলো/এসএকে