‘আয়নাঘর’ উন্মোচনের দাবি উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ের সামনে গণঅবস্থান

প্রকাশিতঃ 10:06 am | February 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগ সরকারের সময়ের ‘গোপন বন্দিশালা’ উন্মোচন এবং জড়িতদের বিচার দাবিতে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) নামে একটি সংগঠন।

গতকাল শুক্রবার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে অংশ নিয়ে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, র‍্যাবের দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গুমের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে।

যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

র‍্যাব-১-এর একজন কর্মকর্তা জানান, কিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালের আলো/এসএকে