সাম্যবাদী দলের সম্মেলনে নেতারা নৈরাজ্য থামানোর দায়িত্ব সরকারের
প্রকাশিতঃ 10:23 am | February 08, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/ml-1738988324.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত কয়েক দিনে সংঘটিত ঘটনাবলিকে দেশের জন্য ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, যারা এই নৈরাজ্য সৃষ্টি করছেন এবং যারা নৈরাজ্যের সঙ্গে জড়িত, তাদের থামাতে হবে। না হলে এটা দেশের জন্য অশনিসংকেত। এই অশনিসংকেত ও বিপর্যয় থেকে দেশকে রক্ষার দায়িত্ব সরকারের।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) সম্মেলনে নেতারা এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। তিনি অতীতে ২০ হাজারের বেশি মানুষ হত্যা করেছেন। আবার নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন। শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। তিনি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তার জন্য ভারত সরকারকেও জবাবদিহি করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের জেরে। ছয় মাস পার হলেও গণহত্যার জন্য তাঁর কণ্ঠে অনুশোচনা নেই। ১৬ বছরের অপরাধের জন্য তিনি কোনো ক্ষমা প্রার্থনা করেননি। তাঁর বক্তব্যে কোনো অনুশোচনা, উপলব্ধির লেশমাত্র দেখা যায়নি। বরং তাঁর উসকানিতে পা দিয়ে যেসব ঘটনাবলি সংঘটিত হয়েছে, সেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শামসুল হক, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনের প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে কর্ম অধিবেশন।
কালের আলো/এসএকে