একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে: শামসুজ্জামান দুদু

প্রকাশিতঃ 1:58 pm | February 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনো আস্থা রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি গোষ্ঠীপরিকল্পিতভাবেই দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় তিনি একথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা হয়নি বা উদ্যোগ নেয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচনের রোডম্যাপ পাবে কিন্তু তা পায়নি।’

বিএনপির এই নেতার অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা পায় কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বক্তব্যে দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান শামসুজ্জামান দুদু।   তিনি সতর্ক করে বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, নাহলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।’

কালের আলো/এমডিএইচ