কোচকে বিয়ে করলেন সাফজয়ী আঁখি

প্রকাশিতঃ 3:22 pm | February 08, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:

২০২২ সালে সাফ জেতার পর অনেকটাই আড়ালে চলে যান আঁখি খাতুন। অভিমানে জাতীয় দল ছেড়ে চীনে পাড়ি জমান এই ডিফেন্ডার। তবে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা ছিল নিয়মিতই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

গতকাল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ে সম্পন্ন করেন আঁখি। বর শরিফুল ইসলাম টিংকু চীনের একটি স্থানীয় ক্লাবে টেনিস কোচ হিসেবে কাজ করছেন।

যদিও দুজনের পরিচয়টা চার বছর আগে। আঁখির খেলার এতোটাই ভক্ত টিংকু, যে খেলা দেখার জন্য চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। এরপর দুজনের যোগাযোগ হতে থাকে নিয়মিতই। আঁখির মতো টিংকুও বিকেএসপির সাবেক শিক্ষার্থী।

২০২৩ সালে অনেক আলোচনা ও বিতর্কের মাঝে মায়ের অসুস্থতা কথা বলে বাফুফে ক্যাম্প ছাড়েন আঁখি। এরপর আর বাফুফেমুখো হননি তিনি। বাংলাদেশের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

কালের আলো/এএএন/কেএ