আ. লীগের মানুষ মারার রাজনীতি চলবে না: তাসমিয়া প্রধান
প্রকাশিতঃ 8:48 pm | February 08, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/1739020273.Jagpa_.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, পতিত আওয়ামী লীগ নতুন করে আবারো ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাগপা যুক্তরাষ্ট্র সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাসমিয়া প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছে। তাদের প্রতিবাদ এবং রেমিটেন্স বন্ধের যুদ্ধ আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন। সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্লেনের টিকিটের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে আকাশচুম্বি হয়েছে, দেখার কেউ নাই।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কঠোরহস্তে আওয়ামী ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যবস্থা নিন। গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, নিত্যপ্রয়জনীও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করুন, দেশের মানুষের কাঙ্ক্ষিত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন।
জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গাজীপুরে সন্ত্রাসী আওয়ামী লীগের দ্বারা ছাত্রজনতার ওপরে হামলার ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগের আসল চরিত্র। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের কসম, সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসেন। বিপ্লবী সরকার গঠন করেন, আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতের নীলনকশা শক্ত হাতে প্রতিহত করুন। নতুবা ইতিহাসের কাঠগড়ায় একদিন আপনাদেরও দাঁড়াতে হবে। আওয়ামী শয়তান শিকারে অন্তর্বর্তী সরকারের ‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানাই। কিন্তু নামের মতো কাজেও প্রমাণ দিতে হবে যৌথবাহিনীকে।
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও যুবনেতা শ্যামল চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, নিরাপদ খাদ্য চাই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু, জাগপা ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, জাকির হোসেন, যুবনেতা রাসেল কবির, মোরশেদ আলম, জনি নন্দী, ছাত্রনেতা এনামুল হক এনাম প্রমুখ।
কালের আলো/এএএন/কেএ