ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ
প্রকাশিতঃ 8:51 pm | February 08, 2025
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানের সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাতের এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশে খামেনি বলেন, আপনারা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন; যা আসলে আমেরিকার পরাজয়।
হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আপনারা তাদের (ইসরায়েল-আমেরিকা) কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেননি।
ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
তেহরান সফরে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ছাড়াও গোষ্ঠীটির শীর্ষ পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও শীর্ষস্থানীয় কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ ছিলেন।
তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল-হাইয়া ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন, ‘‘আমরা আজ গর্ব নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।’’
খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি আমাদের জাতির মানসিকতায় কোনও প্রভাব ফেলতে পারেনি।
সূত্র: রয়টার্স।
কালের আলো/এমডিএইচ