দুই জেলার শৈত্যপ্রবাহ কমতে পারে

প্রকাশিতঃ 12:55 pm | February 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাঘ মাসের শেষ দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় ভুগছে সিলেটের জেলা শ্রীমঙ্গল। তবে দুই জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ কথা জানিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। যা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে এবং সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কালের আলো/এমডিএইচ