গাজীপুরের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশিতঃ 9:56 am | February 11, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের সব রাজনৈতিক দল। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছে। তারই অংশ হিসেবে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টির প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরের সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।

প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন, গাজীপুর-২ আসনে (গাজীপুর সিটির একাংশ ও টঙ্গী) মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হোসেন আলী, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর-৪ (কাপাসিয়া ও সদর উপজেলা একাংশ) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরীর সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খায়রুল হাসান।

যদিও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর-১ আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তা চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. জামাল উদ্দীন বলেন, ‘আমাদের দল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামত নিয়ে থাকে। মূলত দলটির স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শের ভিত্তিতে আসা সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হয়। এখন যাদের নাম ঘোষণা করা হয়েছে এসব প্রার্থী একেবারেই চূড়ান্ত নন। নির্বাচনের আগে যেটা ঘোষণা হবে, সেটিই চূড়ান্ত।’

কালের আলো/এসএকে