প্রধান বিচারপতির সঙ্গে কমিশনার-ডিসিদের সাক্ষাৎ ১৭ ফেব্রুয়ারি
প্রকাশিতঃ 12:37 pm | February 11, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/high-court-123-2025-20250211115418.jpg)
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠান উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের দেওয়া এক নথিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে।
কালের আলো/এমডিএইচ