ক্যাফে খুলেছেন কঙ্গনা রানাউত

প্রকাশিতঃ 1:03 pm | February 11, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

‘দ্য মাউন্টেন স্টোরি’ নামটি মনে গেঁথে যাওয়ার মতো। কঙ্গনা রানাউতের সমালোচকরাও স্বীকার করবেন, কাহিনি যেমনই হোক তাঁর সিনেমার নামকরণে ভিন্নতা থাকে। কিন্তু মজার বিষয় হলো, দ্য মাউন্টেন স্টোরি কোনো সিনেমা নয়, কঙ্গনার একটি ক্যাফের নাম। তাই এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘ইমার্জেন্সি’ কিংবা এরও আগে মুক্তি পাওয়া ‘ধাকড়’, ‘তেজস’, ‘পাঙ্গা’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ দেখে যারা হতাশ হয়েছেন, তাদের আঁতকে ওঠার কিছু নেই। কয়েক বছর ধরে নানা বিতর্কের জন্ম দেওয়া কঙ্গনা এবার হাঁটা শুরু করেছেন ভিন্নপথে।

জন্মস্থান হিমাচল প্রদেশের বিখ্যাত খাবার ভোজনরসিকদের পাতে তুলে দিতে খুলেছেন দ্য মাউন্টেন স্টোরি নামের ক্যাফে। এর সুবাদে অভিনেত্রী, মডেল, প্রযোজক, পরিচালকের পাশাপাশি ক্যাফে ও রেস্তোরাঁ ব্যবসায়ীর তালিকায় উঠে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই অভিনেত্রীর নাম। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কঙ্গনার শৈশবজুড়ে আছে শুধুই মায়ের হাতের রান্না করা খাবারের স্বাদ ও ঘ্রাণ। আর সেই স্মৃতিতে ভর করেই ক্যাফে খুলতে অনুপ্রাণিত হয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে একটি পোস্টে কঙ্গনা লিখেছেন ‘শৈশবের একটি স্বপ্ন জীবন্ত হলো হিমালয়ের কোলে আমার ছোট্ট ক্যাফের মধ্য দিয়ে। পর্বতের গল্প নামের এই ক্যাফেটি এক প্রেমের গল্পও রচনা করছে।’

কালের আলো/এসএকে