আমাদের পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে: কারিনা
প্রকাশিতঃ 6:32 pm | February 11, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/GjG6GT_bIAAP1h0_17392655112.jpg)
বিনোদন ডেস্ক, কালের আলো:
ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন সাইফ আলী খান। হামলার ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে একটু একটু করে মুখ খুলছেন তিনি। এরই মধ্যে নিজের সিনেমা প্রচারে একটি ইভেন্টে অংশ নেন ছোট নবাব। এবার শুটিং ফ্লোরে ফিরছেন সাইফপত্নী কারিনা কাপুর খান।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে, কাজে ফিরলেন কারিনা। সোয়েট শার্টের সঙ্গে জগার্স, রোদ চশমা আর সাদা স্নিকারে ভ্যানিটি ভ্যানের দিকে এগিয়ে যেতেই শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। এদিনও নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিলেন কারিনাকে।
এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন কারিনা। বলেন, ‘আমাদের পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে বিষয়গুলো নজরে আসেনি সেগুলো রঙ মাখিয়ে সামনে আনার চেষ্টা চলছে। এরকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সংবাদমাধ্যম ও পাপারাৎজ্জিরা এই প্রচার বন্ধ করুন।’
সম্প্রতি আরও একটি রহস্যময় পোস্ট করেন বেবো। সেখানে তিনি লেখেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, মনের ভেতর প্রবল চাপ, সন্তান জন্ম দেওয়া, ভালবাসার মানুষের মৃত্যু আর মা-বাবা হিসেবে দায়িত্ব পালন- যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে এগুলো ঘটছে ততক্ষণ পর্যন্ত সত্যিই উপলব্ধি করতে পারবেন না। যখন আপনার জীবনে এই কঠিন সময় আসবে তখন বাস্তবটা বুঝতে পারবেন। তার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে স্মার্ট মনে হবে।’
তবে এই পোস্টের নেপথ্যে কি সেটা অবশ্য খোলসা করেননি সাইফপত্নী। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
কালের আলো/এসএকে