পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে: রিজওয়ানা হাসান
প্রকাশিতঃ 7:52 pm | February 11, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/WhatsApp-Image-2025-02-11-at-19.45.17_7e83b7f8-e1739281940523.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তিনি বলেন, অপরাধে জড়ানো রোধে পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’।
উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
উপদেষ্টা জানান, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করবে প্রান্তিক জনগোষ্ঠী।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কালের আলো/এএএন/কেএ