৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
প্রকাশিতঃ 7:51 am | February 13, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/ferry-bg-20250213072628.jpg)
রাজবাড়ী প্রতিবেদক, কালের আলো:
ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা এবং এনায়েতপুরী নামের চারটি ফেরি আটকা পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।
কালের আলো/এসএকে