শ্রমিকবাহী গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ১১

প্রকাশিতঃ 4:08 pm | February 14, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর: রয়টার্সের।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি হারনাই এলাকার একটি কয়লা খনির শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। এই এলাকায় পাকিস্তানী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা প্রায়ই হামলা চালায়।

কর্মকর্তারা আরও জানান, বিদ্রোহীরা রাস্তার পাশে সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রেখেছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছামাত্র বিস্ফোরণ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধাসামরিক কর্মকর্তা বলেন, এটি দূর থেকে নিয়ন্ত্রত ডিভাইস হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তানের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

 

কালের আলো/এএএন/কেএ