বায়তুল মোকাররমে ভিড়, ক্ষমা প্রার্থনা মুসল্লিদের

প্রকাশিতঃ 8:53 pm | February 14, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র শবে বরাত আজ (শুক্রবার)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে এই রাতকে পালন করছে মুসলিম উম্মাহ। প্রতি বছরের ন্যায় এবারও শবে বরাতের নামাজে অংশ নিতে জাতীয় বায়তুল মোকাররম জামে মসজিদে ভিড় করছেন মুসল্লিরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ এশা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় এসব চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন জামাতে নামাজ আদায় করতে। মাথায় টুপি আর পাঞ্জাবি পড়ে মসজিদে এসেছেন অধিকাংশ মুসল্লি। কারও হাতে জায়নামাজ, আবার কারও হাতে তসবি।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করতেই তারা বায়তুল মোকাররম মসজিদে এসেছেন।

শবে বরাত উপলক্ষ্যে নামাজ পড়তে আসা ফজলে রাব্বি বলেন, ‘আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন। এ দিনে জাতীয় মসজিদে নামাজ আদায় করলাম।’

আরমান নামে আরেক মুসল্লি বলেন, ‘ধানমন্ডি থেকে এসেছি। শবে বরাতের নামাজ এই মসজিদে পড়ার নিয়তে বের হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই আশা পূর্ণ হয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ দিনটা আমার কাছে একটু আলাদা মনে হয়। নিজের মধ্যে কেমন যেন একটা পবিত্রতা অনুভব হয়। এজন্য সন্ধ্যার পরপরই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে এসেছি। নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া চাইব।’

কালের আলো/এসএকে