অন্য দেশের আধিপত্য মেনে নেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি: প্রিন্স

প্রকাশিতঃ 9:54 pm | February 14, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে জনগণ পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে আত্ম নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করেছে, অন্য কোনও দেশের আধিপত্য ও নিয়ন্ত্রণ মেনে নেওয়ার জন্য নয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের হলুয়াঘাটের অজকিপাড়ায় গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ১৩৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারতের বোঝা উচিত বাংলাদেশে হাসিনা ও আওয়ামী যুগের অবসান হয়েছে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। বিদেশি কোনো শক্তি নয়, ছাত্র-জনতার তীব্র আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হাসিনাকে পুনর্বাসনে বৃহৎ শক্তির কাছে ধর্ণা দিয়ে লাভ নাই।’

তিনি আরও বলেন, ‘একটি মহল বিএনপিকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার করছে। বিএনপি নির্দিষ্ট কোনো ধর্ম বা গোষ্ঠীর দল নয়। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশিদের দল। বিএনপি মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি করে না। ধর্মীয় স্বাধীনতা, মূল্যবোধ, মানবিকতা ও সম্প্রীতির এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিএনপি বিশ্বাসী।’

গারো ব্যাপিস্ট কনভেনশন বাংলাদেশের সভাপতি সমরেন্দ্র রিচিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি প্রলয় চিশিম, জিবিসির ভাইস প্রেসিডেন্ট সুবন্ত রখো প্রমুখ।

কালের আলো/এসএকে