ভিনির রিয়াল ছাড়ার প্রশ্নে যা বললেন আনচেলত্তি
প্রকাশিতঃ 10:00 am | February 15, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/untitled-1-20250212214850-20250215094915.jpg)
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না ভিনিসিয়ুস জুনিয়র।ব পাড়ি জমাবেন সৌদি আরবে। যদিও ইতোমধ্যেই তা স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন ভিনি। তারপরও এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কার্লো আনচেলত্তিকে। আর তাতে বিরক্ত হয়েছেন রিয়াল কোচ।
আজ শনিবার রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনির চুক্তির বিষয়ে জানতে চাওয়া হয় আনচেলত্তির কাছে। জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখী দেখছি? হ্যাঁ।’
‘আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিউসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।’-যোগ করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল। যেখানে সেরা খেলোয়াড়ের পুস্কার জিতেছেন ভিনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি তাকে খুবই অনুপ্রাণিত দেখি। বিশেষ করে, সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সের কারণে। যেখানে সে ভীষণ চাপে ছিল এবং সে চাপ দারুণভাবে সামলেছে, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’
সৌদি আরব থেকে ভিনির প্রস্তাব পাওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়।’
কালের আলো/এসএকে