সৌদি-আমিরাতে বিমানবাহিনী প্রধানের ব্যস্ত সময়; দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়

প্রকাশিতঃ 8:26 pm | February 16, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

প্রায় এক সপ্তাহের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর। গুরুত্বপূর্ণ এই সফরটিতে ব্যস্ত সময় অতিবাহিত করলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পেশাগত খাতে সম্প্রসারিত করবে পারস্পরিক সহযোগিতার পরিধিও। খবর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গত ৮ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন। তিনি ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

আইএসপিআর আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এয়ার স্টাফ টক অ্যান্ড এক্সচেঞ্জ ট্রেইনিং অ্যান্ড এক্সসারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। পরে রোববার (১৬ ফেব্রুয়ারি) তিনি দেশে ফেরেন।

কালের আলো/এমএএএমকে