রিয়ালের বিপক্ষে সিটির জয়ের সম্ভাবনা এক শতাংশ— বললেন গার্দিওলা

প্রকাশিতঃ 11:30 am | February 17, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:

ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগে হেরে এমনিতে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ফিরতে লেগে রিয়ালের মুখোমুখি হওয়ার আগেই যেন আবারো হার দেখছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা মাত্র ‘এক শতাংশ’ দেখছেন গার্দিওলা। এ যেন হারের আগে হার মেনে নেওয়া।

গত সপ্তাহে প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ২-১ গোলে এগিয়ে থাকার পরেও রিয়াল মাদ্রিদের শেষ দিকের তোপে ৩-২ গোলে হেরে যায়। তাই পরের রাউন্ডে যেতে হলে রিয়ালের মাঠে জয়ের বিকল্প নেই তাদের, সেই সঙ্গে রাখতে হবে গোল ব্যবধানও।

গার্দিওলা বলেছেন, ‘বার্নাব্যুতে ওই অবস্থান থেকে জয়লাভের সম্ভাবনা…। সবাই জানে, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনায় আমরা এক শতাংশে পৌঁছেছি।

বা আমি জানি না ঠিক কত, কিন্তু তা ন্যূনতম হবে। তবে যতটুকু সম্ভাবনা আছে, আমরা চেষ্টা করব, এটা নিশ্চিত। আমরা সবসময় যেমন করেছি, তেমনই করে যাব, কিন্তু এই মৌসুমে বাস্তবতা হলো আমরা অনেক দূরে আছি। এই মৌসুমে আমাদের পারফরম্যান্স এবং ফলাফল সত্যিই অনেক দুর্বল।

প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-০ গোলে জিতে স্পেনে যাচ্ছে সিটি, তবে এতে চ্যাম্পিয়নস লিগের বাস্তবতা বদল হবে না বলে বিশ্বাস করেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘শনিবারের ম্যাচটি আমরা সত্যিই ভালো খেলেছি, কিন্তু এতে বাস্তবতা বদলাবে না। তবে অবশ্যই, এই ফলাফল নিয়ে মাদ্রিদে যাওয়া ভালো।’

কালের আলো/এসএকে